হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কি ব্যয়বহুল?
সাধারণত নারীদের মেনাপোজের পর শারীরিক সমস্যা কমাতে, হৃদরোগ প্রতিরোধে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৫তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
ডা. ফারজানা জুলফিয়া খান বর্তমানে বিআরবি হাসপাতালে হৃদরোগ বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশে কি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি রয়েছে? এর খরচ কেমন? এটি কি অত্যন্ত ব্যয়বহুল?
উত্তর : বাংলাদেশে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। এটি সাধারণের আওতার মধ্যেই রয়েছে। এই রিপ্লেসমেন্ট থেরাপি নিতে গেলে আসলে আমাদের সদিচ্ছা থাকতে হবে। অনেক নারী কিন্তু এই বিষয়ে জানে না যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কি জিনিস বা আমি নিতে পারব কি, পারব না। এই সচেতনতা নারীদের মধ্যে জাগাতে হবে।