হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে করণীয় কী?
হার্ট অ্যাটাক মরণঘাতী রোগ। এটি হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। হার্ট অ্যাটাক হলে প্রাথমিকভাবে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৫তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
ডা. ফারজানা জুলফিয়া খান বর্তমানে বিআরবি হাসপাতালে হৃদরোগ বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যদি একজন নারী হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাৎক্ষণিকভাবে কি তার কিছু করণীয় রয়েছে?
উত্তর : করণীয় রয়েছে। তবে এই বিষয়ে যদি সে না জানে তাহলে তো আর কিছু করতে পারবে না। আমরা করি কি চারটা ইকোস্প্রিন প্লাস, দুটো অ্যাটোভাম দেই। মানে বিভিন্ন ধরনের রক্ত পাতলা করার ওষুধ, সঙ্গে গ্যাসট্রিকের ওষুধ আমরা দেই। কিন্তু আমাদের দেশে গ্রামে গঞ্জেরও তো কিছু মানুষ রয়েছে, যাদের আমরা গণনায় আনব, তারাতো কিছু জানে না। তাদের ক্ষেত্রে আমি উপদেশ দেব, হৃদরোগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হার্টের চিকিৎসকের কাছে যেতে হবে। আপনার আশপাশের স্থানীয় যেকোনো হাসপাতালে আপনি চলে যান। সময় একটুও নষ্ট করা যাবে না।