বাত জ্বর কী?
বাত জ্বর একটি প্রচলিত সমস্যা। শিশুদের গলাব্যথার ধারাবাহিকতা থেকে বাত জ্বর হতে পারে। বাত জ্বরের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮১তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাত জ্বর বা রিউমাটিক ফিবার বিষয়টি কী?
উত্তর : বাত জ্বর আসলে একটি প্রদাহজনিত রোগ। একে আমরা রিউমাটিক ফিবার বলি। বাংলায় আমরা বাত জ্বর বলি। এই রোগটি কেন হয়? বাচ্চাদের সোর থ্রোট বা গলাব্যথার ধারাবাহিকতা থেকে বাত জ্বর চলে আসে। ৫ থেকে ১৫ বছরের বাচ্চাদের বাত জ্বর হওয়ার বেশি আশঙ্কা থাকে। কিন্তু সব বাচ্চার হয় না। এ ক্ষেত্রে একটি বিষয় রয়েছে। যারা নিম্ন সামাজিক অবস্থায় থাকে, একটু ভিড়বাট্টার মধ্যে বেশি থাকে, সেসব বাচ্চার বাত জ্বর হওয়ার আশঙ্কা রয়েছে।
এরা কিন্তু চিকিৎসাহীন অবস্থায় থাকে। এরা গলা ব্যথাকে এড়িয়ে যায়। এই কারণে কিন্তু এই দলটার মধ্যে বাত জ্বরের আশঙ্কা বেশি।