বাতজ্বরের চিকিৎসা না হলে জটিলতা কী?
বাতজ্বরের চিকিৎসা না করা হলে এটি থেকে মারাত্মক জটিলতা হতে পারে। বাতজ্বর থেকে হওয়া বিভিন্ন জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮১তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
ডা. ফারজানা জুলফিয়া খান বর্তমানে বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : বাতজ্বর হলে আমরা এত চিন্তিত হই কেন?
উত্তর : আমি যদি প্রথমেই গলাব্যথাকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করি, তাহলে এত ভয়ের কিছু নেই। কিন্তু আমরা সেটিকে এড়িয়ে চলি। একটি বাচ্চা বলছে গলাব্যথা, আমরা কিন্তু তাকে নিয়ে খুব একটা চিন্তিত হই না। যদি তখনই সঠিক ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা হয়, সেটি নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু আমাদের বেলায়, সেটি আমরা এড়িয়ে যাই। এরপর আস্তে আস্তে বাতজ্বরটা রিমেটিক কার্ডাইটিসে পরিণত হয়। হার্ট যুক্ত হয়। এটি যখন বাড়তে থাকে, বাড়তে থাকে, সেটির চিকিৎসা যদি না হয়, তখন হার্টের ভাল্ভকে এটি নষ্ট করে দেয়। এই জন্য আমরা রিউমেটিক ফিবার নিয়ে বেশি চিন্তিত। জ্বরের সময় যে গাঁটে ব্যথা হয়, সেটি চলে যায়। এক মাসের মধ্যে এটি ঠিক হয়ে যায়। হার্টে যে প্রভাব পড়ল, এটি কিন্তু আর যায় না। দীর্ঘমেয়াদি বড় ধরনের সমস্যা নিয়ে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় ভাল্ভ প্রতিস্থাপন করা ছাড়া আর কিছুর প্রয়োজন হয় না।