শিশুর সর্দি-কাশি কমাতে প্রাথমিকভাবে করণীয়

শীত এলে সর্দি-কাশির প্রকোপ বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এতে শিশুরা দ্রুত আক্রান্ত হয়। তবে একটু যত্ন নিলেই এ সমস্যা থেকে শিশুরা রেহাই পেতে পারে।
শিশুর সর্দি-কাশিতে প্রাথমিকভাবে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৩তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুর সর্দি-কাশি হলে প্রাথমিকভাবে করণীয় কী?
উত্তর : আসলে ঠান্ডা লাগা, শিশুকে খুব বেশি কষ্ট দেয় না, যদি মায়েরা একটু খেয়াল রাখে। এদের নাক বন্ধ হয়ে যায়। নাকটা এমনিতে সরু, নাক বন্ধ হয়ে গেলে তারা খেতে পারে না। খুবই বিরক্ত করতে থাকে। এক ধরনের স্যালাইন ড্রপ পাওয়া যায়, সেটি যদি দেয়, তার সঙ্গে সঙ্গে কটন বাড দিয়ে যদি নাকটা পরিষ্কার করে নেয়, তাহলে এদের এই সমস্যাটা বাড়ে না; খাওয়া-দাওয়া কমিয়ে দেয় না। আর এই সময় শিশুকে তরল খাবার বেশি করে দেওয়া উচিত।