ব্রেস্ট ইমপ্ল্যান্টের কি ঝুঁকি রয়েছে?
ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন রিকনসট্রাকটিভ সার্জারির একটি অংশ। ব্রেস্ট ইমপ্ল্যান্টি কি কোনো ঝুঁকি রয়েছে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদ্নি অনুষ্ঠানের ৩২৮৮তম পর্বে কথা বলেছেন ডা. ফোয়ারা তাসমীম পামী।
ডা. ফোয়ারা তাসমীম পামী বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে বার্ন, প্ল্যাস্টিক অ্যান্ড রিকনসট্রাকটিভ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রেস্ট ইমপ্ল্যান্টে সাধারণত কী ধরনের জিনিস ব্যবহার করে থাকেন? এর কোনো ঝুঁকি রয়েছে কী?
উত্তর : সিলিকন ইমপ্ল্যান্ট ব্যবহার করা হয়। ঝুঁকি তো আসলে সব সার্জারিতেই রয়েছে। খুব কম ক্ষেত্রে ক্যাপসুলার কনট্রাকচার বা ক্যানসার হতে পারে। তবে আমরা খুব বেশি সেই রকমভাবে পাইনি।