নবজাতককে গোসল করানোর নিয়ম
শিশু জন্মের পর মা-বাবা বা পরিবারের লোকজন তার যত্ন নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। বিভিন্ন ধরনের প্রশ্ন মনের ভেতর উঁকি দিতে থাকে তখন। এর মধ্যে একটি হলো শিশুকে গোসল কীভাবে করাতে হবে, কত দিন পর পর করাতে হবে?
নবজাতকের গোসল ও যত্নের বিভিন্ন বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯২তম পর্বে কথা বলেছেন ডা. মশিউর রহমান। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের নবজাতক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্মের পর শিশুর কোন কোন বিষয় চিকিৎসকের মাধ্যমে চেক করা উচিত?
উত্তর : শিশু মায়ের পেটে খুব ভালো একটি পরিবেশে ছিল, মায়ের জরায়ুতে। পৃথিবীতে যখনই এলো, নানা ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে থাকল। শিশুটি হওয়ার পর আমরা যখন মা-বাবার হাতে দিয়ে দিই, তখন তারা প্রশ্ন করতে থাকে, গোসল করাবে কি না? এবং কত দিন পর পর গোসল করালে ভালো? শিশুর যত্নের ক্ষেত্রে গোসল একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন? সে মায়ের পেটে ছিল, সেটি একটি আলাদা পরিবেশ। এখন পৃথিবীতে এসেছে। পরিবেশের নানা ময়লা তাকে প্রভাবিত করে। আসলে প্রতিদিনই গোসল করাতে হবে তার দরকার নেই। যে জায়গাটায় গোসল করাবে, সেই জায়গাটা যদি গরম রাখে, তাহলে প্রতিদিনই গোসল করাতে পারে। আর যদি না করাতে পারে, তাহলে একদিন/ দুদিন/ তিন দিন পর গোসল করাবে। তবে প্রতিদিনই মুছিয়ে দিতে হবে। কুসুম গরম পানি দিয়ে শরীরকে মুছিয়ে দিতে হবে। ঘাম ও বিভিন্ন কারণে ময়লা থাকে।
শিশুদের আরেকটি বিষয়ে বলতে চাই, মায়ের বুকের দুধের বাইরে যেন কখনো শিশুকে এক ফোঁটা পানিও না দেয়। আমাদের দেশে বিভিন্ন রকম প্রথা রয়েছে, যেগুলো গ্রহণযোগ্য নয়। যেমন : মুখে মধু দেওয়া। মধুর ভেতর কিন্তু নানা রকম জীবাণু থাকতে পারে। এগুলো অনেক সময় অবশ বা প্যারালাইস করে দিতে পারে। খুবই বিপজ্জনক মধুটা। এটা আমাদের মা-বাবা জানে না। সেই জন্য শুধু বুকের দুধ খাওয়াবে।