থ্যালাসেমিয়া হলে যেসব সমস্যা হয়
থ্যালাসেমিয়া জিনগত সমস্যার কারণে হয়। আমাদের রক্তে যে হিমোগ্লোবিন রয়েছে সেটি কিছু জিন দিয়ে তৈরি হয়। সেই জিনের ত্রুটির কারণে হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হতে পারে না। সেই জন্য রক্তস্বল্পতা হয়। একেই থ্যালাসেমিয়া বলে।
থ্যালাসেমিয়ার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৪তম পর্বে কথা বলেছেন ডা. সালমা আফরোজ। বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালে ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটলজি বিভাগে সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : থ্যালাসেমিয়া মেজর যাদের হয়, তাদের কী ধরনের সমস্যা হয়?
উত্তর : তার সমস্যার মধ্যে থাকে দুর্বলতা। এ ছাড়া অনেকে আমাদের কাছে আসে, পেটে চাকা নিয়ে। আর যারা থ্যালাসেমিয়া মেজর হয়, তাদের চেহারার মধ্যেও একটি ছাপ পড়ে। চেহারা দেখে বোঝা যায়, থ্যালাসেমিয়া মেজরের রোগী। ঠিক সবসময় তাদের রক্তস্বল্পতা থাকে, যেভাবে বড় হওয়ার কথা ছিল, সেভাবে বড় হয় না। বেশি বাড়ছে না। মাথাটা কেমন যেন হচ্ছে। মুখের গড়নটাও আলাদা হচ্ছে। পরে দেখা যাচ্ছে, পেটেও চাকা হচ্ছে। বার বারই তার রক্ত নিতে হচ্ছে।