থ্যালাসেমিয়ার চিকিৎসা কী?
থ্যালাসেমিয়া একটি রক্তরোগ। থ্যালাসেমিয়ার চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৪তম পর্বে কথা বলেছেন ডা. সালমা আফরোজ।
ডা. সালমা আফরোজ বর্তমানে বারডেম জেনারেল হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটলজি বিভাগের সিনিয়র পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : থ্যালাসেমিয়ার চিকিৎসা কী?
উত্তর : আসলে সত্যিকারভাবে আমরা যদি সেরে যাওয়া বলি, তাহলে সেটি হলো বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট। এই রোগীগুলোকে রক্ত দিয়ে দিয়ে একটি সময় পর্যন্ত নিয়ে যাচ্ছি।
ওদের শরীরে আয়রন বেড়ে যায়। আয়রন বাড়লে লিভার, প্লিহা, অগ্নাশয় বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়। জমা হয়ে এদের আবার ডায়াবেটিসও হয়ে যায় কম বয়সে। তাহলে কী করতে হয়? আয়রনকে কমানোর জন্য আবার ওষুধ দিতে হয়। মুশকিল হলো এই ব্যয়বহুল চিকিৎসাগুলো অনেকেই নিতে পারে না। এমনকি যে রক্ত লাগে, সেই রক্তটুকু অনেকে নিতে পারে না।
বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট হলো আসল চিকিৎসা। বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসা নেওয়ার আগেও কিছু পর্যায় রয়েছে। ওর একটি সময় পর্যন্ত ঠিকমতো রক্ত নিতে হবে। ওর আয়রনটাকে শরীর থেকে ভালোভাবে বের করতে হবে। বোনমেরু করতে চাইলেই হবে না। ওর আপন ভাই বা বোনের সঙ্গে মিলতে হবে। এই মেলাটা হলো অনেক কঠিন। আমাদের দেশে বোনমেরু ট্রান্সপ্ল্যান্ট পুরোপুরিভাবে আরম্ভ হয়নি। একটি প্রতিষ্ঠান আরম্ভ করেছে। সিএমএইচ এ আরম্ভ করেছে। তাও থ্যালাসেমিয়ার জন্য আরম্ভ হয়নি। আর বাইরে গেলে তো ৪০-৫০ লাখ বা তার চেয়ে আরো অনেক বেশি লাগবে।