পা কেন ফাটে?
একটি ফাটা পা কেবল সৌন্দর্যহানি ঘটায় না, অস্বস্তি ও ব্যথা তৈরি করে। শুষ্ক ত্বক, পায়ের যত্ন না নেওয়া, পায়ে অতিরিক্ত চাপ দেওয়া ইত্যাদি পা ফাটার অন্যতম কিছু কারণ। পা ফাটার বিভিন্ন কারণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক।
শুষ্ক ত্বক
পা ফাটার অন্যতম কারণ শুষ্ক ত্বক। অনেকক্ষণ গোসল করা, ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা, এয়ারকন্ডিশনার রয়েছে এমন ঘরে বেশিক্ষণ থাকা ইত্যাদি ত্বককে শুষ্ক করে তোলে।
পায়ে অতিরিক্ত চাপ
পায়ে অতিরিক্ত চাপ দেওয়া পা ফাটার আরেকটি কারণ। অতিরিক্ত ওজন বহন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা হাঁটা, সঠিক মাপের জুতা না পরা ইত্যাদি পায়ে চাপ তৈরি করে। আর এসব কারণেও পা ফাটে।
ফাঙ্গাসের আক্রমণ
অনেক সময় পা পরিষ্কার না রাখার কারণে ফাঙ্গাসের আক্রমণ হয়। আর এতে পা খসখসে হয়ে পড়ে; পা ফাটার সমস্যা হয়।
এক্সিমা
এক্সিমা ত্বকের এক ধরনের রোগ। এই রোগে ত্বকের বিভিন্ন অংশ শুষ্ক হয়ে পড়ে, ফেটে যায় এবং লালচে হয়ে পড়ে। বিশেষ করে স্ক্যাল্প, মুখ, কনুই, পায়ের পাতায় এ ধরনের সমস্যা হয়। এ রোগ কারো থাকলেও পা ফাটার সমস্যা বেশি হতে পারে।