শীতে ত্বক ও চুলে যেসব সমস্যা হয়
শীতে বাতাসের আর্দ্রতা কমে যায়। আর এর প্রভাব পড়ে আমাদের ত্বক ও চুলে। ত্বক ও চুল হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ। আর এ থেকে বিভিন্ন সমস্যা হতে পারে।
শীতে ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৯তম পর্বে কথা বলেছেন ডা. শারমীন রেজা বুবলী। বর্তমানে তিনি ভিএলসিসি বাংলাদেশ হেলথ কেয়ারের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতে ত্বক ও চুলের ক্ষেত্রে কী কী সমস্যা বেশি হয়?
উত্তর : যেকোনো সময়ই যখন আবহাওয়া পরিবর্তন হয়, এর মূল প্রভাবটা আমরা ত্বক ও চুলের ওপর দেখতে পাই। এর প্রধান কারণ হলো, যখন আর্দ্রতা কমে যায়, আমাদের ত্বকটা, চুলটা শুষ্ক হতে থাকে। পানির মাত্রা কমে যেতে থাকে। তখন বিভিন্ন সমস্যা আমাদের চোখে পড়ে।
ত্বক অনেক সময় মলিন হয়ে পড়ে, কালচে ভাব চলে আসে। ছোপ ছোপ পড়ে। দেখা যায়, যারা খুব ফর্সা ছিল, তারা নিজেরাই এসে একসময় অভিযোগ করে, আমাকে খুব ফর্সা দেখাচ্ছে। এর কারণ হলো তার ত্বকের যে হাইড্রেশন ছিল, সেটি দিন দিন কমে যায়, আর্দ্রতার অভাবে।
প্রশ্ন : কিছু রোগ রয়েছে ত্বকের যেগুলো শীতে বেড়ে যায়। সেগুলো কী?
উত্তর : যদি প্রচলিত কিছু রোগের কথা বলি, তাহলে ঠান্ডাতে আমাদের অ্যালার্জি হয়। অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি। অনেকের এক্সিমা থাকে। চুলকানিটা ত্বক শুষ্ক থাকার কারণে বেড়ে যায়। আবার দেখা যায় যাদের সোরিয়াসিস থাকে, তাদের সেটি বেড়ে যেতে থাকে। এ ধরনের সমস্যাগুলো শুষ্কতার কারণে অনেক বেড়ে যায়। রোগী খুব অস্বস্তিতে পড়ে। তাই আমরা যদি আগে থেকে জেনে নিই যে কীভাবে সমস্যাগুলো প্রতিরোধ করতে পারব, তাহলে সমস্যা অনেকটা কমানো যাবে।