শুচিবায়ুগ্রস্ততা কি চিকিৎসায় সারে?

Looks like you've blocked notifications!
শুচিবায়ুগ্রস্ততার চিকিৎসার বিষয়ে কথা বলেছেন ডা. মো. তাজুল ইসলাম। ছবি : এনটিভি

শুচিবায়ুগ্রস্ততা জটিল মানসিক ব্যাধি। এটি বাতিক বা বাধ্যতামূলক বৈকল্য নামেও পরিচিত। শুচিবায়ুগ্রস্ততার চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. তাজুল ইসলাম। 

ডা. মো. তাজুল ইসলাম বর্তমানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মানসিক বিদ্যা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শুচিবায়ুগ্রস্থতার কি চিকিৎসা রয়েছে? চিকিৎসাটা কী রকম ?

উত্তর : এটি চিকিৎসা করা যায়। অনেকে অনেক পরে আসে, যেহেতু তারা নিজেরাই লজ্জিত অবস্থায় থাকে। অনেককেই বলে না। আর আপনি যেটি বললেন, আমাদের সমাজে স্টিগমা রয়েছে। মানুষ পাগল মনে করবে, তাই আসতে চায় না।

মনে রাখতে হবে, শুচিবায়ুগ্রস্ততা অবশ্যই ভালো হয়। এর জন্য ওষুধ অবশ্যই লাগবে। ওষুধের মধ্যে আমরা সাধারণত এসএসআই দলের ওষুধ দিয়ে থাকি, কিন্তু মনে রাখতে হবে বিষণ্ণতায় যেই ডোজে দেওয়া হয়, এখানে একটু বেশি ডোজ দেওয়া হয়। আরেকটি বিষয় হলো সমস্যা ভালো হচ্ছে, এটি বুঝতেও কিন্তু দুই থেকে তিন মাস লেগে যায়। পুরোপুরি চিকিৎসা কমপক্ষে এক বছর করতে হবে। এটা হলো ওষুধ দিয়ে চিকিৎসা। এর বাইরেও একটি চিকিৎসা রয়েছে, আমরা বলি মনোচিকিৎসা। আমরা বলি রেসপন্স প্রিভেনশন। যেই কাজটা সে বার বার করছে, সেই জিনিসটা আমরা বারবার তাকে বোঝাই যে এটা তোমার রোগের জন্য। কিন্তু তোমার রোগের কারণে মন বলছে এ রকম।