শীতে বাড়তে পারে অ্যাজমা
শীত জেঁকে বসছে। ঠান্ডার পাশাপাশি কখনো কখনো বৃষ্টি হতেও দেখা যাচ্ছে। শীতে বিভিন্ন রোগব্যাধির প্রকোপ বাড়ে। এ ধরনের আবহাওয়ায় জ্বর, গলাব্যথা, সর্দি-কাশির মতো সমস্যায় অনেকেই ভোগেন।
শীতের বিভিন্ন রোগব্যাধির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৭তম পর্বে কথা বলেছেন ডা. মো. মাতলেবুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শীতের সঙ্গে সঙ্গে কোন কোন রোগের প্রকোপ বাড়ে?
উত্তর : অনেকে হয়তো টের পাই না ঋতু বদলে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই রয়েছেন, যিনি সবার আগে টের পেয়ে যাচ্ছেন বিষয়টি। ঋতু বদলের প্রভাব সবার আগেই তার শরীরের মধ্যে চলে আসে। যেমন : সর্দি, কাশি, জ্বর, গলাব্যথা, মাথাব্যথা এগুলো শীতকালের প্রধান সমস্যা।
প্রশ্ন : শীতে কি শ্বাসকষ্ট বাড়ে?
উত্তর : যারা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছে, যাদের অ্যাজমা রয়েছে, যারা ক্রনিক ব্রঙ্কাইটিসে ভোগে, তারা এই শীতে বেশি শ্বাস ও কাশির সমস্যা নিয়ে আসে। বিশেষ করে যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে, তাদের বেশি সমস্যা হয়। ঠান্ডায়ও এক ধরনের অ্যালার্জি হয়। অ্যালার্জি বলতে হলো শরীরের একটি অতিসংবেদনশীলতা। ধুলা থেকে শুরু করে ঠান্ডা, এমনকি অনেক সময় কোনো খাবার, কাপড়, যেকোনো জিনিস, যেটা তার শরীর হয়তো গ্রহণ করছে না, সেটাতেই তার অ্যালার্জি হতে পারে। যাদের আগে থেকেই অ্যালার্জি প্রবণতা থাকে, তারা শীতকালে সর্দি-কাশি, এগুলো বেশি অনুভব করে।