কোমরের বাতের চিকিৎসায় কী করবেন?

Looks like you've blocked notifications!
কোমরের বাতের চিকিৎসার বিষয়ে আলোচনা করেছেন ডা. ফয়সাল আহমেদ ও ডা. সানজিদা হোসেন। ছবি : এনটিভি

কোমরের বাতের সমস্যায় অনেকেই ভোগেন। নিয়মিত ব্যায়াম ও কিছু ওষুধ কোমরের বাতের সমস্যা কমাতে অনেকটাই সাহায্য করে।

কোমরের বাতের চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯৯তম পর্বে কথা বলেছেন ডা. ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : কোমরের বাতের চিকিৎসায় করণীয় কী?

উত্তর : বলা হয়, প্রায় ৫০ ভাগ ক্ষেত্রে কিছু ব্যাক স্ট্রেন্দেনিং ব্যায়াম করলে এই বাতের ব্যথা কিছুটা কমিয়ে আনা সম্ভব। মানে এই বাতের চিকিৎসায় ব্যায়ামের একটি ভূমিকা রয়েছে। এই বাত রোগে কোমরের কিছু ব্যায়াম করলে ভালো উপকার পাওয়া যায়। সঙ্গে আমরা ব্যথার ওষুধ চিকিৎসাপত্রে দিই, অবশ্যই কিডনি ও লিভার পরীক্ষা করে করি। এগুলো চিকিৎসাপত্রে দেওয়ার পর যদি ভালো ফল না পাই, সে ক্ষেত্রে বাত রোগের কিছু ডিজিস মোডিফাইং এজেন্ট রয়েছে, বায়োলজিক্স বলি আমরা, এটিকে প্রথম পর্যায়ে দেওয়া হয়ে থাকে। এটি একটু দামি চিকিৎসা। বায়োলজিক্সে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ রোগী ভালো হয়ে যায়। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো, এই বাত রোগ একবার হলে এটি কিন্তু সারে না। সারা জীবনের রোগ। ওষুধ বন্ধ করলে কিন্তু আবার হতে পারে। তাই আমাদের চেষ্টা থাকবে রোগটি নিয়ন্ত্রণে রাখার।