গ্লমেরুলোনেফ্রাইটিস কী?

Looks like you've blocked notifications!
গ্লমেরুলোনেফ্রাইটিসের বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ সামাদ। ছবি : এনটিভি

গ্লমেরুলোনেফ্রাইটিস এক ধরনের কিডনির রোগ। এ রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এম এ সামাদ।

অধ্যাপক ডা. এম এ সামাদ বর্তমানে বিআরবি হাসপাতালের কিডনি রোগ বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : গ্লমেরুলোনেফ্রাইটিস রোগটি কী?

উত্তর : আসলে কিডনির যে একক, একে বলা হয় নেফ্রন। আর নেফ্রনের যে অংশটুকু শুরু হয় সেটি হয় গ্লমেরুলোস দিয়ে। গ্লমেরুলোস মানে হলো একটি ছাঁকনি। এই ছাঁকনি দিয়ে ছেঁকে দেহের প্রয়োজনীয় অংশগুলো রক্তে থেকে যায় এবং অপ্রয়োজনীয় অংশগুলো প্রস্রাব আকারে বেরিয়ে যায়। তো গ্লমেরুলোনেফ্রাইটিস বলতে এটিই বোঝায় যে, এই ছাঁকনিগুলোর প্রদাহ। এই প্রদাহ অনেক কারণে হতে পারে। তো সেই প্রচলিত নামটা হলো গ্লমেরুলোনেফ্রাইটিস।