শ্বেতী রোগ কী?

Looks like you've blocked notifications!
শ্বেতী রোগের বিষয়ে কথা বলেছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। ছবি : এনটিভি

শ্বেতী রোগের সমস্যায় অনেকেই ভোগেন। শ্বেতী রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০৫তম পর্বে কথা বলেছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বর্তমানে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট ও লেজার ট্রিটের ডার্মাটোলজি বিভাগের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শ্বেতী রোগকে কীভাবে সংজ্ঞায়িত করবেন?

উত্তর : শ্বেতী রোগ বা ভিটিলিগোতে শরীরের মধ্যে সাদা সাদা প্যাঁচ দেখা যায়। এর অনেক ধরন রয়েছে। আমাদের শরীরে অনেকগুলো কোষ রয়েছে। একে বলে মেলানোসাইট। মেলানোসাইটগুলো যখন তার পিগমেন্ট তৈরি করা বন্ধ করে দেয়, মেলানিন তৈরি করা বন্ধ করে দেয়, তখন সেই জায়গাটা সাদা হয়ে যায়। এটিকেই শ্বেতী বলে। এর রকমফের রয়েছে। একেক জায়গায় একেক রকমভাবে হয়। অনেক জায়গায় অনেক নামেও ডাকে একে। শ্বেতী বিভিন্ন জায়গায় হতে পারে। মুখে হতে পারে, শরীরে হতে পারে, সাদা সাদা, ছোট ছোট, ছোপ ছোপ দাগ হতে পারে। যদি সারা শরীরে হয়, ভিটিলিগো ভালগারিস বলে। অনেক সময় আমরা লিপটিপ ভিটিলিগো বলি, যেটি শরীরের প্রান্তীয় অঞ্চলে হয়। যেমন : ঠোঁটে হতে পারে, হাতে-পায়ে-চামড়ায় হতে পারে, সেগমেন্টাল ভিটিলিগো হতে পারে। একটা অংশে হতে পারে।