শ্বেতী রোগের কারণ অজানা
আমাদের শরীরের ম্যালানোসাইট যখন মেলানিন তৈরি করা বন্ধ করে দেয়, তখন সেই জায়গাটি সাদা হয়ে যায়। একে শ্বেতী বলে। শ্বেতী রোগের নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও কিছু বিষয় এই রোগের প্রকোপ বাড়ায় বলে ধারণা করেন বিশেষজ্ঞরা।
শ্বেতী রোগের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০৫তম পর্বে কথা বলেছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বর্তমানে তিনি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট ও লেজার ট্রিটের ডার্মাটোলজি বিভাগের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোনো কারণ কি জানা গেছে এই রোগের?
উত্তর : অনেক বিষয় রয়েছে। তবে নির্দিষ্ট কারণটা অজানা। অনেক ধারণা রয়েছে। ধারণার মধ্যে যেমন ইমিউনোলজিক্যাল ডিজঅর্ডার রয়েছে, সেল্ফ ডিসট্রাকশন রয়েছে। এ রকম কিছু কারণ ধারণা করা হচ্ছে। এগুলো নিয়ে কাজ করছি আমরা। থাইরয়েডের অস্বাভাবিকতা হলে এটি হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় কোনো রাসায়নিক বিক্রিয়ার কারণে হতে পারে। পারিবারে কারো থাকলে হতে পারে। ইত্যাদি কিছু জিনিসকে কারণ হিসেবে ধারণা করা হয়।
তবে এটি কীভাবে হয়, এর গতি-প্রকৃতি কেমন, এগুলো সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। এই কারণে এর চিকিৎসা এখন অনেক ভালো।
প্রশ্ন : এর লক্ষণগুলো কী?
উত্তর : যেকোনো জায়গা সাদা দাগ হয়ে যাচ্ছে, তখন আমরা একে খুব সহজে ধরতে পারি। একটি লাইট দিয়ে পরীক্ষা করা হয়। যদি তেমন কিছু পেয়ে যাই, তাহলে নিশ্চিত করা হয়। বায়োপসি করেও নিশ্চিত করা হয়। এটি চোখের দেখাতেই সবাই বুঝতে পারে। তবে নিশ্চিত হওয়ার জন্য উডস ল্যাম্পের মাধ্যমে পরীক্ষা করা হয়।