প্লেস্টোরে দেশের প্রথম পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবামূলক অ্যাপ
স্বাস্থ্যসেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আইটিমেডিকাস সম্প্রতি বাজারে নিয়ে এসেছে প্যাশেন্ট এইড মোবাইল অ্যাপ। ওষুধের মূল্য, ওষুধ খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, কোনো চিকিৎসকের বিস্তারিত তথ্য, অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন স্বাস্থ্যতথ্য থাকছে এই অ্যাপে।
অ্যাপটিতে থাকছে বাংলা ও ইংরেজিতে সাধারণ জনগণের জন্য বিশ্বস্ত, নির্ভুল ও সর্বশেষ বাংলাদেশের প্রাপ্ত বিভিন্ন কোম্পানির সব ওষুধের তালিকা ও নির্দেশিকা, স্বাস্থ্যসেবামূলক টিপস ও বিভিন্ন রোগের লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা এবং চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বৃহত্তম তথ্যভাণ্ডার।
অ্যাপটিতে থাকা ফিচারগুলো হলো :
- নির্দিষ্ট সময় ওষুধ খাওয়ার অ্যালার্ম
- বুকমার্ক অ্যালার্ম
- ওষুধের তালিকা
- নির্দেশিকাসহ বিস্তারিত তথ্য
- শারীরিক লক্ষণের ভিত্তিতে সম্ভাব্য বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা
- ধারের কাছের এলাকার বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের বিস্তারিত তথ্য ও সঙ্গে সঙ্গে ফোন করে অ্যাপয়েনমেন্ট নেওয়ার সুবিধা
- ক্যালকুলেটরের সাহায্যে ওষুধের সাপ্তাহিক, মাসিক মূল্য নির্ধারণ
- চিকিৎসক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি, ব্লাড ব্যাংক ইত্যাদি ডিরেক্টরিসহ সার্চ অপশন
- সুস্থ জীবনধারার জন্য দৈনন্দিন ও বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য
- প্রয়োজনীয় বিভিন্ন ক্যালকুলেটর, খাদ্য, টিকা ও আদর্শ ওজনের তালিকা
গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি সর্বমোট ২৫ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। https://goo.gl/nbVswh থেকে বিনামূল্যে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন।