কোষ্ঠকাঠিন্য হলে কী ক্ষতি হয়?
কোষ্ঠকাঠিন্য একটি যন্ত্রণাদায়ক সমস্যা। কোষ্ঠকাঠিন্য থেকে এনাল ফিসার হতে পারে, পায়খানার রাস্তা ছিঁড়ে যেতে পারে।
কোষ্ঠকাঠিন্য থেকে হওয়া বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০৬তম পর্বে কথা বলেছেন ডা. নজরুল ইসলাম আকাশ। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোষ্ঠকাঠিন্য হলে ক্ষতি কী?
উত্তর : কোষ্ঠকাঠিন্য হলে প্রথম ক্ষতি হলো পায়খানা করতে অনেক কষ্ট হয়। কষ্ট হলে কী হয়? পায়খানার রাস্তাটা ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে রক্ত বের হয়। রক্ত বের হলে আবার যখন পায়খানা আসে, তার ভেতরে একটি ভয় তৈরি হয়। ভাবে, আবার ব্যথা পাবে। সে জন্য আর পায়খানা করতে চায় না। তখন হয় কী? সে পায়খানায় যায় না। পায়খানা আটকে রাখে। আরো বেশি কোষ্ঠকাঠিন্য হয়।
কোষ্ঠকাঠিন্য থেকে এনাল ফিসার হতে পারে। এর চিকিৎসা করতে হয়। একবার কোষ্ঠকাঠিন্য হলে একে ঠিক করতে অনেক লম্বা একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হয়।