শ্বেতী রোগ হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
শ্বেতী একটি জটিল রোগ। বর্তমানে এই রোগের ভালো চিকিৎসা রয়েছে। শ্বেতী রোগ হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০৫তম পর্বে কথা বলেছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বর্তমানে ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট ও লেজার ট্রিটে ডার্মাটোলজি বিভাগে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : শ্বেতী হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
উত্তর : বিশেষজ্ঞ আসলে মূল ব্যাপার নয়। শ্বেতী রোগ হওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক অবস্থাতেই যাওয়া উচিত। অনেক সময় রোগীরা অপচিকিৎসকের কাছে যায়, গিয়ে সমস্যাটা আরো বাড়িয়ে ফেলে। এর যেহেতু নির্দিষ্ট কারণ জানা যায়নি, তাই আমি সবাইকে বুঝাই, এটি আসলে হঠাৎ করে শরীরে আগুন লেগে যাওয়ার মতো। এক সময় যখন আগুন নেভানো হয়, তখন কিন্তু ভালোই হতে থাকে। কখন আবার শুরু হবে এটি বলা মুশকিল। এই জন্য ভালো চিকিৎসা প্রয়োজন।
এখন এই রোগের অনেক চিকিৎসা রয়েছে। ফটো থেরাপি, এক্সইমাল লেজার ইত্যাদি রয়েছে। বাংলাদেশে মিনিয়েচার পাঞ্চ গ্রাফটিং কিছু কিছু হচ্ছে। আমরা অনেক বেশি করছি। এরপর মেলানোসাইট ট্রান্সপ্ল্যান্ট রয়েছে। এটি করছি খুব বেশি করে।