অবাঞ্ছিত লোমের কারণ কী?
অনাকাঙ্ক্ষিত লোম বা অবাঞ্ছিত লোমের সমস্যায় মেয়েরা সাধারণত বেশি ভোগে। অবাঞ্ছিত লোম হওয়ার কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩০৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজা বিন জায়েদ।
অধ্যাপক রেজা বিন জায়েদ বর্তমানে স্কিন স্কয়ারের চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অবাঞ্ছিত লোমের কারণগুলো কী?
উত্তর : কারণ আসলে বেশি না। ছেলেদের একটি হরমোন রয়েছে অ্যান্ড্রোজেন হরমোন। এটি মেয়েদেরও রয়েছে। কিন্তু মেয়েদের পরিমাণটা কম। ছেলেদের পরিমাণ বেশি। কোনো কারণে, বিশেষ করে রোগের কারণেই এই অ্যান্ড্রোজেন হরমোন অতিরিক্ত মাত্রায় বাড়ে। বাড়ার পরে লোমগুলো মোটা হয়ে যায়, বড় হয়ে যায়। মুখের ক্ষেত্রে দাড়ির মতো হয়, অন্যান্য জায়গায় পুরুষের লোমের মতো হয়ে যায়। এর ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোনকে দায়ী করা হয়।