থ্যালাসেমিয়া কেন হয়?
থ্যালাসেমিয়া একটি জন্মগত ও বংশগত রক্তরোগ। এই রোগে আমাদের শরীরের হিমোগ্লোবিনের গঠন প্রণালিতে ত্রুটি দেখা দেয়।
থ্যালাসেমিয়া কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১১তম পর্বে কথা বলেছেন ডা. মুনিম আহমেদ। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।
প্রশ্ন : থ্যালাসেমিয়া হয় কেন?
উত্তর : এটা তো বংশগত একটি অসুখ। অর্থাৎ যে বাচ্চাটার থ্যালাসেমিয়া হবে, তার বাবা ও মায়ের জেনেটিক গঠনের মধ্যে এই জিনটি রয়েছে। শুধু দুজন থ্যালাসেমিয়া জিনের বাহক মা-বাবার বাচ্চাই পুরোপুরি রোগাক্রান্ত হিসেবে এই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতে পারে।
প্রশ্ন : আর যদি একজন বাহক হয়?
উত্তর : একজন বাহক হলে ছেলে বা মেয়ে অবশ্যই বাহক হবে। তারা কখনো পুরোপুরি রোগাক্রান্ত হবে না। এর মূল কারণ হলো এই রোগটি পুরোপুরি প্রকাশ পেতে দুটো খারাপ জিন প্রয়োজন। আমরা আমাদের শারীরিক গঠনে একটি বংশক্রমিক জিন পেয়ে থাকি। একটি পাই বাবার কাছ থেকে, আরেকটি পেয়ে থাকি মায়ের কাছ থেকে। এখন বাবার যদি একটি জিন খারাপ থাকে, মায়েরও যদি একটি জিন খারাপ থাকে, সে ক্ষেত্রে সেই অবস্থায় কেবল ছেলে বা মেয়ে দুটো খারাপ জিন নিয়ে জন্ম নিতে পারে। দুটো জিন যদি খারাপ থাকে, একে আমরা রোগাক্রান্ত বা থ্যালাসেমিয়া মেজর হিসেবে ধরে থাকি।