শীতে ত্বক ফাটা রোধে কী করবেন?
শীতের শুরু থেকে দেখা যায় অনেকের ত্বক ফাটে এবং অনেক ক্ষেত্রে গরম আসা পর্যন্ত এর রেশ থেকে যায়। এ জাতীয় সমস্যাকে এক্সেরোভিন বলে। ত্বকে সেবাক নামক এক প্রকার তেলজাতীয় পদার্থের অভাবে এ সমস্যা হয়।
ত্বক ফাটা রোধে করণীয়
- শীতকালে সারা শরীরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে সস্তায় ভালো ফল পাওয়ার জন্য ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করতে পারেন।
- গ্লিসারিন অতিরিক্ত আঠাভাব আলতোভাবে ভিজে তোয়ালে দিয়ে চেপে মুছে নিতে পারেন।
- এ ছাড়া কসমেটিকসের দোকানে বিভিন্ন কোম্পানির নামীদামি ময়েশ্চারাইজার পাওয়া যায়। মনে রাখবেন, গোসল বা হাত-মুখ ধুয়ে মোছার পর পর যে ভিজে ভাবটা ত্বকে থাকে, সেই সময়ই ময়েশ্চারাইচার লাগাতে হবে।
কী করবেন না
- শুকনো ত্বকে ময়েশ্চারাইজার মাখবেন না, এতে তেমন কোনো লাভ হবে না।
- গ্লিসারিনের আঠাভাব তোলার জন্য তোয়ালে দিয়ে ঘষা দিয়ে মুছবেন না, এতে করে সমস্ত গ্লিসারিন উঠে যাবে।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।