ফুসফুসের ক্যানসার কেন হয়?

Looks like you've blocked notifications!
ফুসফুসের ক্যানসারের বিষয়ে কথা বলেছেন অধ্যাপক রেজওয়ান ইসলাম। ছবি : এনটিভি

ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান কারণ ধূমপান। এ ছাড়া আরো কারণ রয়েছে ফুসফুসের ক্যানসার হওয়ার। এই ক্যানসার কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজওয়ান ইসলাম।

বর্তমানে তিনি আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সেন্টমাইকেল হসপিটালের ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ফুসফুসের ক্যানসারে একজন মানুষ আক্রান্ত হন কেন?

উত্তর : সাধারণত ধূমপান, পরিবেশদূষণ, পরোক্ষ ধূমপান থেকে ফুসফুসের ক্যানসার হয়, রেডিয়েশন থেকেও হতে পারে। বেশিরভাগ ফুসফুসের ক্যানসার হয় ধূমপান থেকে।

প্রশ্ন : অনেকে বলেন, আমাদের পূর্বপুরুষরা তো কমদামি সিগারেট খেয়েছেন। এই জন্য তাদের ফুসফুসের ক্যানসার হয়েছে। তবে আমরা তো দামি সিগারেট খাচ্ছি। আমাদের হবে না। এর জবাবটা আসলে কী?

উত্তর : আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথমে চেষ্টা করে রোগ প্রতিরোধের। কেউ যদি এক বছরে ৩০ প্যাক গ্রহণ করে তাদের ঝুঁকি বেশি থাকে। কেউ যদি বলে, ‘আমার বাবা-চাচা ধূমপান করেছে, তাদের হয়নি,’ সেটা হয়তো সে নিজে নিজে ভাবছে। তবে গবেষণা বলে, ধূমপান করলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।