ফুসফুসের ক্যানসার প্রতিরোধে কত দিন পর স্ক্রিনিং জরুরি
প্রাথমিক অবস্থায় নির্ণয় করতে পারলে অনেক রোগই নিরাময় সম্ভব। আর প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ে স্ক্রিনিং জরুরি। ফুসফুসের ক্যানসার প্রতিরোধে সিটি স্ক্যান করে স্ক্রিনিং করা যেতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজওয়ান ইসলাম। বর্তমানে তিনি আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সেন্টমাইকেল হসপিটালের ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসার প্রতিরোধে কত দিন পর পর স্ক্রিনিং করবেন ?
উত্তর : এখন পর্যন্ত আপনার স্পুটাম সাইটোলজি করে প্রাথমিক অবস্থায় ফুসফুসের ক্যানসার ধরা পড়েনি। নতুন নতুন কিছু পরীক্ষা আসছে, তবে এখনো বাস্তব জীবনে পরীক্ষিত হয়নি, সেগুলো হলো পিসিআর। কফ থেকে পরীক্ষা করে দেখল যে টিউমারের কোনো কোষ রয়েছে কি না।
তবে স্বাভাবিকভাবে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে সিটিস্ক্যান করে কিছুটা দেখা গেছে। তিন মাস পর পর সিটিস্ক্যান করে প্রাথমিক অবস্থায় অনেকটা রোগ নির্ণয় করা যেতে পারে। তবে এটি অনেক ব্যয়বহুল পদ্ধতি।