‘গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা দশের ওপরে থাকা ভালো’

হিমোগ্লোবিন শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আমাদের দেহের রক্তকোষের লৌহসমৃদ্ধ এক ধরনের প্রোটিনের নাম হিমোগ্লোবিন।
শরীরে রক্তস্বল্পতা হচ্ছে কি-না, এটি দেখতে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা হয়। গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা ১০ বা তার ওপরে থাকা প্রয়োজন, এমনটাই মতামত বিশেষজ্ঞদের।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৪তম পর্বে কথা বলেছেন ডা. নাঈমা শারমিন হক। বর্তমানে তিনি জয়নুল হক শিকদার মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা কত হওয়া উচিত?
উত্তর : আমরা সাধারণত বলি ১০ থেকে ১১। গর্ভাবস্থার যেকোনো ট্রাইমিস্টারে, ১০ বা তার ওপরে হিমোগ্লোবিন থাকলে রোগীর জন্য ভালো। যদি তার কম থাকে, যদি আটের বেশি থাকে, তাহলে আমরা বলি মাইল্ড বা অল্প মাত্রার রক্তস্বল্পতা। যদি ছয় থেকে আটের মধ্যে থাকে, তাহলে তার চেয়ে একটু বেশি। আর যদি ছয়ের কম থাকে, তাহলে তো মারাত্মক রক্তস্বল্পতা।