গর্ভাবস্থায় রক্তস্বল্পতা হলে জটিলতা কী?
গর্ভাবস্থায় মায়ের রক্তস্বল্পতা হলে গর্ভের শিশুটিও রক্তস্বল্পতায় ভোগে। আর এ থেকে হতে পারে বিভিন্ন জটিলতা।
গর্ভাবস্থায় রক্তস্বল্পতার জটিলতার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৪তম পর্বে কথা বলেছেন ডা. নাঈমা শারমিন হক। বর্তমানে তিনি জয়নুল হক শিকদার মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : তাহলে রক্তস্বল্পতায় ভুগছে যে মা, তার বাচ্চারও রক্তস্বল্পতা হতে পারে?
উত্তর : খাবারটাও পাচ্ছে রক্তের মাধ্যমে এবং অক্সিজেনটাও পাচ্ছে। সঙ্গে বর্জ্যটাও মায়ের শরীর দিয়ে বের হচ্ছে রক্তের মাধ্যমে। মায়ের যদি রক্তস্বল্পতা থাকে, হিমোগ্লোবিন যদি কম থাকে, তাহলে সমস্যা। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন বহন করা। মায়ের যদি হিমোগ্লোবিন কম থাকে, বাচ্চার শরীরে অক্সিজেন বহনের ক্ষমতা কম হচ্ছে। যখন একটি বাচ্চা অক্সিজেনের ঘাটতি নিয়ে বড় হচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার শরীরের যে স্বাভাবিক বৃদ্ধি, সেটি ব্যাহত হচ্ছে। যেকোনো বয়সের বাচ্চার তুলনায় গর্ভের বাচ্চাটা তখন ছোট হয়ে যাচ্ছে।