চোখের ছানি কেন হয়?
চোখের একটি প্রচলিত সমস্যা ছানি। চোখের ছানি কী, কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৬তম পর্বে কথা বলেছেন ডা. শাহীন রেজা চৌধুরী।
বর্তমানে শাহীন রেজা চৌধুরী ঢাকা ন্যাশন্যাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ছানি বলতে আমরা কী বুঝি?
উত্তর : আমাদের চোখের ভেতর সৃষ্টিকর্তা একটি ক্রিস্টাল পরিষ্কার লেন্স দিয়েছে। এটি দিয়ে আমরা দূরে-কাছে সমন্বয় করার জন্য দেখি। এটির যদি কোনো অস্বচ্ছতা হয়, তখন একে আমরা ছানি বলি। ঘোলাটা সাধারণত সাদা রঙের হয়। আমরা বলি, চোখের ভেতর ইলিশ মাছ। আমরা যখন চোখে পরীক্ষা করি, ১০০০ লোকের মধ্যে ১০০ লোকের ক্ষেত্রে দেখব, হয়তো চোখের ভেতর ইলিশ মাছ ঢুকে রয়েছে। শুধু লেন্সের যে সাদাটা হয়েছে একে আমরা ছানি বলি। লেন্সটা কিন্তু আমাদের চামড়া ও চুলের মতো বাইরের একটি অংশ। কিন্তু সৃষ্টিকর্তা সুরক্ষা দেওয়ার জন্য এটি চোখের ভেতরে ঢুকিয়ে রেখেছে। এর মানে যখন চুল পাকবে, যখন ত্বক কুচকাবে, তখন ছানি পড়বে। এটিই স্বাভাবিক।
৫০-৬০ বছর হলে সাধারণত ছানি হওয়ার একটি আশঙ্কা থাকে। এক নম্বর কারণ হলো, বয়স। আবার শিশু জন্মের সময় মা যদি আক্রান্ত হয়,তখন শিশুর ছানি পড়তে পারে। অথবা ডায়াবেটিস থাকলে, আঘাত পেলে, প্রদাহ হলে ছানি হওয়ার একটি সুযোগ থাকে।