চুল পড়া রোধে চিকিৎসা কী?
চুল পড়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি চুল পড়াকে সমস্যা হিসেবে ধরা হয়।
চুল পড়ার সমস্যা সমাধানে বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা এসেছে। চুল পড়া রোধে চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৮তম পর্বে কথা বলেছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বর্তমানে তিনি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট ও লেজার ট্রিটের ডার্মাটোলজি বিভাগের প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : চিকিৎসা আপনারা কীভাবে দেন?
উত্তর : আমি প্রথমে তার যদি কোনো ঘাটতি থাকে, সেটি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। আমি কিছু স্টিমুলেন্ট ( উদ্দীপক) দেই। এগুলোর মধ্যে যেমন রয়েছে লো লেভেল লাইট লাইজার। এখানে কিছু জিংক কাজ করে, মেনোক্সিডিন খুব ভালো কাজ করে। কিছু সাপ্লিমেন্ট রয়েছে, একে উদ্দীপক হিসেবে দেই। পিআরপি খুব চলছে আজকাল। পিআরপি আমরা অনেক দিন ধরেই দিচ্ছি। পিআরপিরও খুব ভালো ভূমিকা রয়েছে।
পিআরপি জিনিসটি কী? প্লাটিলেট রিচ প্লাজমা। আপনার রক্ত নিয়ে আমরা প্লাটিলেট রিচ প্লাজমাটাকে নিই। এটি দিয়ে কাজ করি।
প্রশ্ন : পিআরপি কতদিন ধরে চলতে থাকে?
উত্তর : আমরা বলি, এক মাস পরপর পাঁচটা দিতে হবে। অনেকে আরো বেশি দেয়। পিআরপি দিয়ে নতুন চুল গজায় না। যদি গোড়াটা ভালো থাকে, ওখানে পিআরপি দিলে চুল বৃদ্ধি হওয়া শুরু হয়। ফলিকল না থাকলে হাজার পিআরপি করেও কিছু হবে না। আরেকটি বিষয় রয়েছে। চুলের মধ্যে কিন্তু স্টিমুলেন্ট (উদ্দীপক) দিলেই হয়।
পিআরপি না করে যদি ইনজেকশনও দেই,তাহলেও উদ্দীপ্ত হয়। সুতরাং পিআরপি খুব ভালো। যদি ভালো কিট দিয়ে করতে পারে। আমরা অনেক পরিমাণে এটি করি।
এ ছাড়া লেজার হেলমেট রয়েছে, সেটি দিয়ে একে স্টিমুলেন্ট করি। আমরা কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করি। এটিও খুব ভালো।