লিঙ্গ প্রতিবন্ধী বিষয়টি কী?
শিশু জন্মের পর সে ছেলে না কি মেয়ে বা তার জননাঙ্গ পুরুষের না কি নারীর, এসব বিষয়ে দ্বিধা তৈরি হলে, যৌনাঙ্গ যেরকম হওয়ার কথা সেরকম না হলে সাধারণত তখন তাকে লিঙ্গ প্রতিবন্ধী বলে।
লিঙ্গ প্রতিবন্ধী কী, বিষয়টি নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৯তম পর্বে কথা বলেছেন ডা. নজরুল ইসলাম আকাশ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লিঙ্গ প্রতিবন্ধী মানে কী? কাদের আপনি বলবেন লিঙ্গ প্রতিবন্ধী?
উত্তর : আসলে প্রতিবন্ধী শব্দটা এখন আমাদের সবার কাছে খুব পরিচিত। এটি নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। লিঙ্গ প্রতিবন্ধী এক ধরনের সমস্যা। এটি হলো ডিজঅর্ডার অব সেক্স ডেভলপমেন্ট অথবা রহস্যময় লিঙ্গ। অথবা একটি বাচ্চা জন্মের পর তাকে ছেলে বলব না কি মেয়ে বলব এ রকম একটি দ্বিধা যদি থাকে, বোঝা যাচ্ছে না, ছেলের মতো মনে হয় আবার মেয়ের মতো মনে হয়, এ রকম যদি গঠনগত কোনো সমস্যা থাকে, অর্থাৎ যৌনাঙ্গ যেরকম হওয়া উচিত সেই রকম না হলে তাদের আমরা লিঙ্গ প্রতিবন্ধী বলে থাকি।