ত্বকে ছত্রাকের সংক্রমণের চিকিৎসা না হলে জটিলতা কী?

Looks like you've blocked notifications!
ত্বকের ছত্রাক সংক্রমণের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন ডা. রেজা বিন জায়েদ ও ডা. সানজিদা হোসেন। ছবি : এনটিভি

ত্বকে ছত্রাকের সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। না হলে এটি থেকে প্রচণ্ড চুলকানি, ঘুমের ব্যাঘাত হওয়া ইত্যাদি জটিলতা তৈরি হতে পারে।

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩২০তম পর্বে কথা বলেছেন ডা. রেজা বিন জায়েদ। বর্তমানে তিনি স্কিন স্কয়ার চর্মরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : ত্বকে ছত্রাকের সংক্রমণের সমস্যার চিকিৎসা ঠিকমতো না করা হলে জটিলতা কী?

উত্তর : জটিলতা হলো ভোগান্তি। আরেক জনের কাছে ছড়িয়ে যাওয়া। ভোগান্তিতে প্রচণ্ড চুলকানি হয়। ঘুমের ব্যাঘাত ঘটে। বিশেষ করে এই ধরনের ফাঙ্গাস রাতে বেশি চুলকাতে থাকে। তাই দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।