ইনহেলার কি সারাজীবন ব্যবহার করতে হয়?
অ্যাজমার কার্যকর চিকিৎসা ইনহেলার। তবে অনেকের ধারণা ইনহেলার বা অ্যাজমার ওষুধ একবার শুরু করলে সারাজীবন ব্যবহার করতে হয়। ধারণাটি কি ঠিক?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৭৮তম পর্বে কথা বলেছেন ঢাকা শিশু হাসপাতালের শিশু রেসপেরিটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান কামরুল।
প্রশ্ন : ইনহেলার একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। এমন একটি ধারণা অনেকের রয়েছে। এই বিষয়ে আপনার মতামত কী?
উত্তর : আসলে এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। অ্যাজমার ওষুধ শুরু করলে কেন বন্ধ করা যাবে না? আপনার শিশু অ্যাজমা নিয়ে যখন আসছে, আমরা ওষুধ দিলাম। ওষুধ দেওয়ার পর যখন তার নিয়ন্ত্রণ হয়ে গেল, তখন তিন থেকে ছয় মাসের ভেতরে ধীরে ধীরে আমরা বন্ধ করে দেব। তার ওষুধ হয়তো আর নাও লাগতে পারে।
সে নিয়মানুবর্তী জীবন মেনে চলবে। যে যে কারণে তার শ্বাসকষ্ট বাড়ল সেগুলো থেকে দূরে থাকবে। যেমন : অ্যালার্জির কারণ, ঠাণ্ডার কারণ, ধুলার কারণ- এসব জিনিসগুলো এড়িয়ে চলতে পারলে তার ওষুধ নাও লাগতে পারে।
কিন্তু এই ধারণাটা ভুল যে অ্যাজমার ওষুধ শুরু করলে সারা জীবন চালিয়ে যেতে হবে। এটি সবসময় একটি ভুল ধারণা।