কোলরেক্টাল ক্যানসার কেন হয়?

মার্চ হলো কোলরেক্টাল ক্যানসার সচেতনতা মাস। সাধারণত অন্ত্রের ক্যানসারকেই কোলরেক্টাল ক্যানসার বলে।
কোলরেক্টাল ক্যানসার কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮১তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোলরেক্টাল ক্যানসার কেন হয়?
উত্তর : আমাদের যে অন্ত্র রয়েছে (মলদ্বার বা তার ওপরে যে অংশটা রয়েছে, সেই জায়গাটাকে অন্ত্র বলা হয়), সেখানে যদি ক্যানসার হয়, একে কোলরেক্টাল ক্যানসার বলা হয়।
কোলরেক্টাল ক্যানসার হওয়ার পেছনে কিছু ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে। যেমন : আমরা বলতে পারি যে স্থূলতা। আবার খাদ্যাভ্যাসের কিছু বিষয় রয়েছে। কেউ যদি অনেক বেশি পরিমাণে লাল মাংস খায়, তাহলে ক্যানসার হতে পারে। ফাস্টফুড বা এসব খাবারের মধ্যে প্রক্রিয়াজাত করে যে মাংসগুলো ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো কোলরেক্টাল ক্যানসারের ঝুঁকির কারণ হিসেবে কাজ করে।
এ ছাড়া ধূমপান কোলরেক্টাল ক্যানসারের অন্যতম একটি ঝুঁকির কারণ হিসেবে কাজ করে। এ রকম কিছু কারণ রয়েছে, যেগুলোর কারণে কোলরেক্টাল ক্যানসার হতে পারে। পাশাপাশি কিছু জিনগত কারণ রয়েছে। জিনগত অসুখ রয়েছে, যেগুলো হয়তো বংশ পরিক্রমায় চলে আসে। এসব জিনিস কোলরেক্টাল ক্যানসারের ঝুঁকির বিষয় হিসেবে ভূমিকা রাখে।