চুল পড়ছে, কখন চিকিৎসকের কাছে যাবেন?

Looks like you've blocked notifications!
দিনে ৮০ থেকে ১০০ বা ১২০টি চুল পড়া স্বাভাবিক। ছবি : সংগৃহীত

দিনে ৮০ থেকে ১০০ বা ১২০টি চুল পড়া স্বাভাবিক। তবে এর বেশি চুল পড়লে উদ্বিগ্ন হওয়ার বিষয় রয়েছে। এ সময় চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ৩৩৮৪তম পর্বে কথা বলেছেন ডা. মেহরাব হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেলের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : চুল পড়ার সমস্যায় কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত?

উত্তর : সাধারণত ছেলেদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া, অর্থাৎ মাথার মাঝখান থেকে চুল কমে যাবে, পাশে চুল থাকবে বা ২৪ ঘণ্টার চুল গণনা করলে সে যদি দেখে যে ১০০ বা ১২০-এর বেশি চুল পড়ে অথবা কোনো রোগের কারণে টাইফয়েড বা ক্যানসার জাতীয় রোগের কারণে, ওষুধের কারণে চুল পড়ে, তাহলে আমার মনে হয় তখনই চিকিৎসকের কাছে যাওয়া ভালো।

এ ছাড়া কিছু রোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে চুল পড়লে চিকিৎসকের কাছে যেতে হবে। যেমন : ফাঙ্গাল ডিজিসের কারণে চুল পড়লে যাওয়া প্রয়োজন। রোগের কারণে যদি স্ক্যাল্পেও সমস্যা হতে থাকে, তখনই আমার মনে হয় চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।