মেছতা কেন হয়?
অনেকের মুখের দুপাশে অথবা নাকের ওপরে একটি বাদামি বা ধূসর বাদামি রঙের প্যাচ দেখা যায়। একে মেছতা বলা হয়। মেছতা কেন হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৭তম পর্বে কথা বলেছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্টে চর্ম ও যৌন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেছতা কেন হয় ?
উত্তর : মেছতা হওয়ার আসলে অনেক কারণ রয়েছে। আমাদের দেশে আমাদের যে ত্বকের ধরন, সেখানে মেছতা হওয়ার মূল কারণ সূর্যের আলোর সংস্পর্শে আসা। সূর্যের আলোর সংস্পর্শে এলে মেলানিন উৎপাদনটা বেড়ে যায়। এ থেকে মেছতা হয়। এটা হলো, প্রধান ও মূল কারণ আমাদের দেশে, আমাদের ত্বকে।
এ ছাড়া মেছতার জন্য আরো কিছু কারণ রয়েছে। এর মধ্যে হরমোনের কিছু বিষয় রয়েছে। যেমন : গর্ভবতী একজন নারীর হরমোনের কিছু পরিবর্তন আসছে, গর্ভাবস্থায় তার মেছতা হচ্ছে। দীর্ঘদিন ধরে কেউ ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে, তখন হরমোনের একটি ভারসাম্যহীনতা বা পরিবর্তন আসছে তার শরীরে, তখন মেছতা হচ্ছে।
থাইরয়েডের রোগ যাদের রয়েছে, তাদের হরমোনের অনেক তারতম্য হয়ে থাকে। তখন মেছতা হচ্ছে। মানসিক চাপ আমাদের এখনকার সময়ে খুবই প্রচলিত। রাতে হয়তো ঘুম হচ্ছে না। তখনো আমাদের হরমোনের ভারসাম্যহীনতা হয়ে থাকে। এই ধরনের হরমোনের যেসব কারণ রয়েছে, সেগুলোর জন্য মেছতা হচ্ছে।