মেছতা আসলে কী?
মেছতা ত্বকের একটি জটিল সমস্যা। সাধারণত সূর্যের আলোর সংস্পর্শে ত্বকের যে অংশগুলো আসে সেখানে মেছতা হওয়ার আশঙ্কা থাকে। মুখের দুই পাশে, নাকের ওপরে, হাতে মেছতা হতে দেখা যায়।
মেছতা আসলে কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৭তম পর্বে কথা বলেছেন ডা. ফারিয়াল হক। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্টে চর্ম ও যৌন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেছতা আসলে কী?
উত্তর : ত্বকের রং তো অনেক কারণে পরিবর্তিত হয়ে থাকে। মেছতা আসলে কী? প্রচলিতভাবে অনেকের মুখের দুপাশে অথবা নাকের ওপরে একটি বাদামি বা ধূসর বাদামি রঙের প্যাচ দেখা যায়। একেই আমরা আসলে মেছতা বলি।