কফের সঙ্গে রক্ত গেলেই যক্ষ্মা নয়

যক্ষ্মা ছাড়াও অনেক রোগে কফের সঙ্গে রক্ত যায়। যেমন : ব্রঙ্ককেইকটেসিস, ফুসফুসের ক্যানসার ইত্যাদি। তবে প্রত্যেকটি রোগের ক্ষেত্রে রক্ত যাওয়ারও কিছু ধরন রয়েছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৮৯তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যক্ষ্মা, ফুসফুসের ক্যানসার, ব্রঙ্ককেইকটেসিস রোগে রক্ত যায়। তবে এদের পার্থক্য কীভাবে করা হয়?
উত্তর : কফের সঙ্গে রক্ত যদি যক্ষার কারণে যায়, তখন ছিঁড়ে ছিঁড়ে যায়। আর ক্যানসারের জন্য কিংবা ব্রঙ্ককেইকটেসিসের জন্য যদি রক্ত যায়, তাহলে গল গল করে রক্ত যায়। এই জন্য কফের সঙ্গে রক্ত গেলেই যক্ষ্মা মনে করার কিছু নেই। এক্সরে করেন। আগেই আতঙ্কিত হবেন না।
এখন পর্যন্ততো আমি বলি, যক্ষ্মা হওয়া ভালো ব্রঙ্ককেইকটেসিস না হয়ে, ফুসফুসের ক্যানসার না হয়ে টিবি হওয়াইতো ভালো। টিবির চিকিৎসা এখন পর্যন্ত পুরোপুরি রয়েছে। সম্পূর্ণ মাত্রায়, সম্পূর্ণ কোর্স সম্পন্ন করলে ১০০ ভাগ ভালো হয়ে যাচ্ছে। আমি বলি, অ্যাজমা না হয়ে টিবি হওয়া ভালো। অ্যাজমাতো সারা জীবনের সাথী। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, অ্যাজমা নির্মূল হয় না, নিয়ন্ত্রণে রাখতে হয়। টিবি হলেতো ছয় মাসের, এক বছরের অ্যান্টি টিবি ওষুধ দিলে এবং নিয়মিত খেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।