গ্লুকোমা কাদের বেশি হয়?

Looks like you've blocked notifications!
যাঁরা দীর্ঘদিন স্টেরয়েড খান বা চোখে লাগান, তাঁদের গ্লুকোমা হতে পারে। ছবি : সংগৃহীত

গ্লুকোমা চোখের স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে। এটি চোখের প্রেশার বা চাপজনিত রোগ। এটি খুব ধীরে ধীরে হয় বলে অধিকাংশ লোক এর লক্ষণ বুঝতে পারে না। চিকিৎসা না নিলে একসময় চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে।

গ্লুকোমা কাদের বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৯৬তম পর্বে কথা বলেছেন ডা. জাকিয়া সুলতানা। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : গ্লুকোমা কাদের বেশি হয়?

উত্তর : কারা ঝুঁকিপূর্ণ, এটি জানা থাকলে তারা আগেই চক্ষু চিকিৎসকদের কাছে চলে আসতে পারবেন। গ্লুকোমা কাদের বেশি হয়? যাদের বয়স পয়ঁত্রিশের ওপরে, যাদের ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের পরিবারে গ্লুকোমা রয়েছে, তাদের বেশি গ্লুকোমা হওয়ার আশঙ্কা থাকে। যারা স্টেরয়েড খাচ্ছেন বা চোখে লাগাচ্ছেন, তাদেরও গ্লুকোমা হওয়ার ঝুঁকি থাকে।