Beta

চোখের চাপ কী, কেন হয়?

০৩ এপ্রিল ২০১৯, ১৭:১১

ফিচার ডেস্ক
চোখের চাপের বিষয়ে কথা বলেছেন ডা. জাকিয়া সুলতানা। ছবি : এনটিভি

আমরা সাধারণত মনে করি, কেবল রক্তেরই চাপ রয়েছে। আর রক্তের এই চাপ কখনো বাড়ে বা কখনো কমে। রক্তের চাপ যখন বাড়ে, তখন বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপ্রেশার বা হাইপার টেনশন। আর রক্তের চাপ কমলে একে বলে নিম্নচাপ বা লো প্রেশার।

তবে জানেন কি, চোখেরও কিন্তু এক ধরনের চাপ রয়েছে। আর এটি বাড়লে বা কমলে বিভিন্ন সমস্যা হতে পারে। চোখের চাপ কী, কেন এটি হয়?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৯৬তম পর্বে কথা বলেছেন ডা. জাকিয়া সুলতানা। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : চোখের চাপ কী, কেন এটি হয়?

উত্তর : মানুষ আমাদের কাছে এসে জিজ্ঞেস করে, চোখের আবার কিসের চাপ। আসলে চোখে যে পানিজাতীয় পদার্থ থাকে এবং চোখের ভেতর যে জিনিসপত্রগুলো থাকে, এগুলো চোখের দেয়ালে এক ধরনের চাপ তৈরি করে। আর এটিই হলো চোখের চাপ। এতে একটি স্বাভাবিক প্রেশার থাকে, যেন স্নায়ুর বা অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি না হয়। কিন্তু কখনো যদি ওই চাপটা বেড়ে যায়, স্বাভাবিক মাত্রার বেশি, তখন এটি চোখের ক্ষতি করে।

Advertisement