পাকস্থলীর ক্যানসার কেন হয়?
পাকস্থলীর ক্যানসারে অনেকেই ভোগেন। সাধারণত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাক্টেরিয়া এই ক্যানসারের অন্যতম কারণ।
পাকস্থলীর ক্যানসের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৯৯তম পর্বে কথা বলেছেন ডা. আরমান রেজা চৌধুরী রাকেশ। বর্তমানে তিনি ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পাকস্থলীর ক্যানসার কেন হয় ?
উত্তর : প্রত্যেকটি মানুষের পাকস্থলী থাকে। সেখানের ভেতরের যে লাইনিং এপিথিলিয়াম ( আস্তরণের উপবৃত্ত), এখানে যখন ক্যানসারের বৃদ্ধি হয়, একে পাকস্থলীর ক্যানসার বলা হয়। এর প্রধান ঝুঁকিপূর্ণ কারণ হলো, খাদ্যাভ্যাস। পাশাপাশি একটি ব্যাক্টেরিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর নাম হলো হেলিকোব্যাক্টার পাইলোরি।
বেশি মশলাযুক্ত খাবার, বেশি পরিমাণ ঝাল জাতীয় খাবার খাওয়া, শুকনো মরিচ বেশি ব্যবহার করা, প্রক্রিয়াজাত খাবার খাওয়া পাকস্থলীর ক্যানসার হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত এ দুটো জিনিস পাকস্থলীর ক্যানসারের কারণ।