ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকি কাদের বেশি?
লিভারে চর্বি জমলে একে ফ্যাটি লিভার ডিজিজ বলা হয়। যারা স্থূল, যাদের ডায়াবেটিস রয়েছে, হরমোনের রোগ রয়েছে, তাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বেশি।
ফ্যাটি লিভার ডিজিজের বিভিন্ন বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪০৩তম পর্বে কথা বলেছেন ডা. জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কীভাবে বোঝা যেতে পারে ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে?
উত্তর : তেমনভাবে আসলে লক্ষণ প্রকাশ পায় না। তার একটি ক্লান্তিভাব থাকতে পারে। তার পেটের ডান দিকে একটু ব্যথা করতে পারে।
তবে কাদের ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে? কারো বাড়তি ওজন থাকলে এটি হতে পারে। স্থূল লোকদের লিভারে অনেক চর্বি জমে থাকে। আপনার কোনো মেটাবলিক রোগ রয়েছে কি না, দেখতে হবে। যেমন : ডায়াবেটিস। আপনার কোনো লিপিড অ্যাবনরমালিটিস রয়েছে কি না দেখতে হবে। এসব মানুষরা ফ্যাটি লিভারের জন্য ঝুঁকিপূর্ণ। আপনার কোনো হরমোনের রোগ থাকলে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। যেমন : ডায়াবেটিস, থাইরয়েড, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ইত্যাদি। আপনি এমন কোনো ওষুধ খাচ্ছেন কি না, যেগুলো ফ্যাটি লিভার তৈরি করতে পারে, সেটি দেখতে হবে। এসব সমস্যায় আক্রান্ত মানুষের সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ হয়।