কোন বয়সে হার্ট অ্যাটাক বেশি হয়?
সাধারণত ৪০ বছরের পর থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে- এক সময় গবেষণাগুলোতে এমনটাই বলা হতো। তবে এখন দেখা যায় চল্লিশের কম বয়সী ব্যক্তিদেরও হার্ট অ্যাটাক হচ্ছে।
হার্ট অ্যাটাক কোন বয়সে বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪০৮তম পর্বে কথা বলেছেন ডা. শফিকুর রহমান পাটওয়ারী। র্ব্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক কোন বয়সে বেশি হয়?
উত্তর : ইউরোপিয়ানরা বলে যে চল্লিশের ওপরে গেলে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি থাকে। কিন্তু আমরা আমাদের দেশে দেখছি ৩০ থেকে ৪০ বছরের রোগীরাও হার্ট অ্যাটাক নিয়ে আসে। এর মানে মানসিক চাপযুক্ত জীবন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ডায়াবেটিস ইত্যাদির কারণে আমাদের দেশে কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। আগে বলা হতো, হার্ট অ্যাটাক নারীদের তুলনায় পুরুষের বেশি হয়। তবে এখন নারীদেরও বেশি হয়।