দাউদের লক্ষণ কী?
দাউদ বা ফাঙ্গালজাতীয় চর্মরোগে অনেকেই আক্রান্ত হন। সাধারণত গরমের সময় এ রোগ হওয়ার আশঙ্কা বাড়ে। এটি হলে ত্বক প্রচণ্ড চুলকায়।
চুলকানির পর একটু কাঁচা রসের মতো বের হয়। যত দিন যায়, এটি আরো বড় হয় এবং রোগীর ভোগান্তি বাড়তে থাকে। দাউদের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১২তম পর্বে কথা বলেছেন ডা. মেহরাব হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেলের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাউদ বা ফাঙ্গালজাতীয় সমস্যা হয়েছে, বোঝার উপায় কী?
উত্তর : এটি সাধারণত কয়েনের মতো হয়। শেষ রেখাটা একটু পরিষ্কার হবে। সেখানে খুব বেশি চুলকানি থাকবে না। এক্সিমাতে অনেক চুলকানি থাকে। বর্ডার অত বেশি বোঝা যায় না।