ডেঙ্গু জ্বর কীভাবে ছড়ায়?
ডেঙ্গু জ্বর মশাবাহিত রোগ। সাধারণত ইজিপ্টাই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। এই জ্বর কীভাবে ছড়ায়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১৩তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ মাহবুব হোসেন। বর্তমানে ডা. মুহাম্মদ মাহবুব হোসেন ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় কীভাবে?
উত্তর : এটি একটি মশাবাহিত রোগ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজন ব্যক্তিকে কামড় দেওয়ার পর মশাটি যদি আরেকজন সুস্থ মানুষকে কামড় দেয়, তাহলে সুস্থ ব্যক্তিটি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। সাধারণত শীতকালে ডেঙ্গু জ্বর হয় না, বর্ষাকালে এই জ্বর বেশি হয়।
এই জ্বর প্রতিরোধের একটি উপায় হলো, যখনই যাকে কামড়াবে, তখন তাকে একটু আলাদা রাখা, মশারির ভেতর রাখা, যত দূর সম্ভব তাকে দিনের বেলা সুরক্ষিত করে রাখা। যেমন : বড় হাতার শার্ট, মোজা পরিয়ে রাখা। এই জ্বর সাধারণত শহরে হয়। কারণ, এখানে জমানো পানিগুলো বেশি থাকে। ভদ্রলোকদের বেশি হয়। পরিষ্কার স্বচ্ছ পানি জমে থাকলে সেখানে বেশি হয়।