ব্রণের চিকিৎসা কখন প্রয়োজন?
বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তন, তৈলাক্ত ত্বক, বংশগতি ইত্যাদি কারণে ব্রণ হয়। তবে ব্রণ হলেই কি চিকিৎসা করতে হয়? ব্রণের চিকিৎসা আসলে কখন প্রয়োজন?
এ বিষয় এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩৭৯তম পর্বে কথা বলেছেন ডা. এস এম বখতিয়ার কামাল। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ব্রণের চিকিৎসা কখন প্রয়োজন হয়?
উত্তর : আসলে প্রশ্নটা হলো যে আমরা ব্রণের রোগীর চিকিৎসা করব কি না। যদি একটি-দুটো ব্রণ মাঝেমধ্যে হয়, তাহলে চিকিৎসার দরকার নেই। এটা বয়ঃসন্ধির সাধারণ রোগ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। সাধারণত ২৫ বছর পরে ব্রণ কারোই থাকে না, কিছু সংখ্যক ছাড়া। কিন্তু বাকিদের ২৫ বছর হওয়ার আগেই ভালো হয়ে যায়।
চিকিৎসা কাদের করব? যাদের খুব বেশি ব্রণ হয় তাদের চিকিৎসা করতে হবে। অর্থাৎ ব্রণটা খুব বেশি হলে চিকিৎসা প্রয়োজন।
চিকিৎসা না করলে কী হবে? ব্রণে সংক্রমণ হবে, দাগ হবে, স্থায়ী গর্ত হয়ে যাবে। সংক্রমণ বা দাগ নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই। এগুলো ভালো হয়ে যাবে। তাই, গর্তকে প্রতিরোধ করার জন্য ব্রণের চিকিৎসা করতে হবে।