মাথার এক পাশে তীব্র ব্যথা মাইগ্রেনের লক্ষণ
মাইগ্রেনের মাথাব্যথায় অনেকেই ভোগেন। এই ধরনের মাথাব্যথাকে প্রাইমারি হেডঅ্যাক বলে। মাইগ্রেনের মাথাব্যথার লক্ষণের বিষয়ে কথা বলেছেন ডা. এইচ এন সরকার।
বর্তমানে ডা. এইচ এন সরকার গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১৫তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : মাইগ্রেন কী? মাইগ্রেন জনিত মাথাব্যথার ধরন কী?
উত্তর : প্রাইমারি হেডঅ্যাকের মধ্যে সবচেয়ে বেশি হলো টেনশন টাইপ হেডঅ্যাক। এর পরের স্থানটিই মাইগ্রেন। মাইগ্রেনে সাধারণত মাথার এক পাশে ব্যথা থাকে। আর মাঝারি থেকে তীব্র মাথাব্যথা হয়। এর সঙ্গে ২০ ভাগ রোগীর ক্ষেত্রে সেনশরি সিস্টেম থাকে। একে আমরা অরা বলি। অরা বিভিন্ন ধরনের হতে পারে। তবে চোখের যে অরা সেটাই বেশি হয়। মাথাব্যথাটা মাথার এক পাশে হয়। এর সঙ্গে সঙ্গে বমি, বমি বমি ভাব থাকে । শব্দ ও আলো সংবেদনশীলতা তৈরি হয়। একে ফটো সেনসিভিটি বলে। রোগী শব্দ ও আলো কম সহ্য করতে পারে। এই সময় সাধারণত রোগী নিরিবিলি, নিঃশব্দ, আলোহীন ঘরে থাকতে পছন্দ করে।