দেহে হরমোনের তারতম্যের পাঁচ লক্ষণ
হরমোন মেটাবলিজম ও প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরুষের তুলনায় নারীদের হরমোনের তারতম্য বেশি হয়।
সাধারণত শরীরে যেসব হরমোনের তারতম্য হয়, সেগুলো হলো, ইসট্রোজেন, প্রোজেসটেরন, টেসটোসটেরন, থাইরয়েড, অ্যাড্রেনালাইন, করটিসল ও মেলাটোনিন। দেহে হরমোনের তারতম্যের ছয় লক্ষণের বিষয়ে জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
১. হঠাৎ করে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া হরমোনের ভারসাম্যহীনতা বা তারতম্যের লক্ষণ।
২. হরমোনের ভারসাম্যহীনতা হলে অনেক সময় দীর্ঘমেয়াদি অবসন্নভাব ও দুর্বলতা হয়।
৩. হরমোনের ভারসাম্যহীনতার কারণে ঘুমে সমস্যা হতে পারে। বিশেষ করে, ঋতুস্রাব দীর্ঘমেয়াদি বন্ধ হয়ে গেলে বা মেনোপজ হলে নারীদের এই সমস্যা হয়।
৪. চুলপড়া পুরুষদের খুব প্রচলিত সমস্যা হলেও নারীদের ক্ষেত্রে মেনোপজের আগে, গর্ভাবস্থায় ও গর্ভাবস্থার পড়ে এই সমস্যা হতে পারে।
৫. সাধারণত মেনোপজ হলে বা মেনোপজের আগে মেজাজ ওঠা-নামা, বিষণ্ণতা হয়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে এমনটা ঘটে।
৬. হরমোন চোখের কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং সরাসরি চোখের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। হরমোন ভারসাম্যহীন হলে চোখ শুষ্ক হওয়ার সমস্যা হতে পারে।
তাই, এ ধরনের সমস্যা দীর্ঘমেয়াদি চলতে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।