কীভাবে বুঝবেন চোখে ছানি হয়েছে?
সাধারণত চোখের লেন্স ঘোলাটে হয়ে যাওয়ার বিষয়টিকে ছানি বলা হয়। ছানির লক্ষণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪২৪তম পর্বে কথা বলেছেন ডা. জাকিয়া সুলতানা।
বর্তমানে ডা. জাকিয়া সুলতানা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ছানি পড়লে কীভাবে বোঝা যাবে?
উত্তর : রোগী আসলে সেভাবে বুঝতে পারে না। যেমন বাচ্চাদের কথাই ধরুন, সে তো কথা বলতে পারে না। বাচ্চার মায়েরা এসে বলে, ‘আমার বাচ্চাটা ঠিক চোখের দিকে তাকায় না। আমি একটি কথা বলছি, সে অন্য দিকে তাকিয়ে রয়েছে’। বাচ্চা ছোট, হয়তো তার চোখে সাদা একটি অংশ দেখা যাচ্ছে।
এরপর যারা প্রবীণ, তাঁরা বলবেন আমি আগে ভালো দেখতাম, এখন তো দেখি না। তখন চিকিৎসক পরীক্ষা করে হয়তো ছানি পায়।
বিভিন্ন কারণে একজন মানুষের দেখতে অসুবিধা হতে পারে। সবসময় যে ছানি হবে, এমন কোনো কথা নেই। তবে এটি পরীক্ষা করতে হবে চিকিৎসককেই। বুঝতে হবে, বের করতে হবে।