ত্বকের কালো দাগ কি ক্যানসারের লক্ষণ?
ত্বকের কালো দাগ একটি প্রচলিত সমস্যা। অনেক সময় কোনো জটিল রোগের লক্ষণ হিসেবে ত্বকে কালো দাগ হতে পারে। আবার কালো দাগ থেকেও জটিল সমস্যা হতে পারে।
এসব বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪২৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. রোকন উদ্দিন। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মুখের কালো দাগ থেকে কি ক্ষতিকর কিছু ঘটতে পারে?
উত্তর : এডিসন’স ডিজিস বলে একটি রোগ রয়েছে। এটি জটিল অবস্থা। এর দ্রুত চিকিৎসা করতে হবে। কালা জ্বর থেকে সমস্যা হতে পারে। এগুলোর দ্রুত চিকিৎসা প্রয়োজন। কালো দাগকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই। এটি হলে অবশ্যই একজন চর্মবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কেন এটি হচ্ছে, সেটি খুঁজে দেখতে হবে।
প্রশ্ন : ত্বকের কালো দাগ কি কখনো ক্যানসারের লক্ষণ হতে পারে?
উত্তর : কখনো কখনো হতে পারে। তবে এটি শুধু কালো দাগ নয়। এই কালো দাগের সঙ্গে অন্যান্য উপাদানও যুক্ত থাকে। ত্বকের গঠনগত যদি কোনো পরিবর্তন থাকে, ক্যানসার বলে যদি সন্দেহ হয়, তাহলে আমরা অবশ্যই একে পরীক্ষা-নিরীক্ষা করে ক্যানসার রয়েছে কি না দেখার চেষ্টা করি।