বন্ধ্যত্ব বিষয়টি আসলে কী?

Looks like you've blocked notifications!
বন্ধ্যত্বের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. ফিরোজা বেগম। ছবি : সংগৃহীত

বন্ধ্যত্বের সমস্যায় অনেকেই ভোগেন। বন্ধ্যত্বের বিষয়টি আসলে কী বা কখন একজন দম্পতির বন্ধ্যত্ব হয়েছে বলে ধরা হয়, এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডা. ফিরোজা বেগম।

বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৩১তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।  

প্রশ্ন : বন্ধ্যত্ব বিষয়টি আসলে কী?

উত্তর : বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এক বছর একটি সক্ষম দম্পতি, জন্মনিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ ছাড়া একসঙ্গে থাকলে এবং সন্তান নেওয়ার চেষ্টা করার পরও সন্তান না হলে তাদের বন্ধ্যত্ব হয়েছে বলে ধরা হয়। এই ক্ষেত্রে আমরা তাদের চিকিৎসা নিতে বলি।

আবার বয়সেরও একটি বিষয় রয়েছে। যেমন : একজন মেয়ের হয়তো ৩৫ বছরে বিয়ে হলো, তার কিন্তু অপেক্ষা করার কোনো সুযোগ নেই। সেখানে যদি ছয় মাসের  মধ্যে চেষ্টা করার পর তাঁর গর্ভধারণ না হয়, তাহলে চিকিৎসা নিতে হবে।